|
---|
লুতুব আলি : জামালপুর কলেজে এডস নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল। ২৫ জুলাই পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে মারণ রোগ এইডস এর ওপর সেমিনারের উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাজি। উদ্যোক্তা ছিল জামালপুর মহাবিদ্যালয় এর এন এস এস ইউনিট। সেমিনারটির নামকরণ করা হয়েছিল রেড রিবনের অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানের মূল আলোকচক ছিলেন জামালপুর ব্লক মেডিকেল অফিসার ডাঃ ঋত্বিক ঘোষ। সেমিনারে ডা. ঘোষ বলেন, এইড সে আক্রান্ত রোগীদের ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য মারাত্মকভাবে তারা জখম হয়ে পড়েন। এর ফলে আক্রান্তদের শরীরে বিভিন্ন উপসর্গগুলি জোরালো হওয়ার কারণেই আক্রান্তদের অধিকাংশরা মারা যান। অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা জামালপুর কলেজের ছাত্র-ছাত্রীদের এডস রোগটি কিভাবে সংক্রমিত হয় ও তার প্রতিকার সম্পর্কে বিশদে আলোচনা করেন। বিধায়ক অলোক কুমার মাজি বলেন, যে সমস্ত মারণ রোগ গুলি আছে সেগুলি নিয়ে আরো বেশি করে জনসচেতনতা করা দরকার। কলেজ পরিচালনা সমিতির সভাপতি ভূতনাথ মালিক বলেন, অ্যান্ড্রয়েড ফোনই সামাজিক পরিবেশে তার কুফলটাই বেশি করে পরিলক্ষিত হচ্ছে। এজন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন। কলেজ পরিচালনা সমিতির অন্যতম সদস্য তথা বিশিষ্ট সাংবাদিক অতনু হাজরা জানান, অসচেতনতার কারণেই এইডস এর মত মারন রোগে মানুষ বেশি করে আক্রান্ত হচ্ছে। এই সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদারের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকা জয়িতা মুখার্জি, অধ্যাপক ভিক্টর ভাগাত সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা এবং এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক প্রমুখ। সেমিনারটির আয়োজন করেন কলেজের এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা অমৃতা দাম।