|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগর থানার চত্বরে অবস্থিত কালী মন্দিরে থানার ওসি এর উদ্যোগে এই কালী প্রতিমাটি প্রতিষ্ঠা করা হলো। রাজনগর থানার পক্ষ থেকে প্রতিবছরই এখানে কালী পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু কালী প্রতিমা বিসর্জনের পর এই মন্দিরে আর মা কালী দর্শনের সুযোগ থাকত না। রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত এই বিষয়টি উপলব্ধি করে তিনি নিজ উদ্যোগে একটি মা কালীর প্রতিমা প্রতিষ্ঠা স্থাপনের সিদ্ধান্ত নেন এবং তিনি শুশুনিয়া থেকে একটি পাথরের তৈরি প্রায় 5 ফুট লম্বা কালী প্রতিমা এনে এই মন্দিরের প্রতিষ্ঠা করালেন। ধর্মীয় রীতিনীতি মেনে এই প্রতিমাটি প্রতিষ্ঠা হল । এই পাথরের তৈরি কালী প্রতিমা এখানে প্রতিষ্ঠা করায় এলাকার ভক্ত-অনুরাগীরা সাধুবাদ জানিয়েছেন ওসি প্রসেনজিৎ দত্তকে।