|
---|
নিজস্ব সংবাদদাতা : সে নো টু ড্রাগস’ অভিযানের আওতায় একের পর এক সফলতা পেয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার রাতে প্রধাননগর থানার সহযোগিতায় চম্পাসারি বাজারে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট, নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলো কালিম্পং থানার পুলিশ।ধৃতের নাম বিকাশ বিশ্বকর্মা।ধৃতকে গ্রেফতার করে কালিম্পঙে নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর কালিম্পং থানার পুলিশ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শিলিগুড়ি থেকে মাদক এনে কালিম্পঙে বিক্রি করা হচ্ছে।এরপর প্রধাননগর থানার সহযোগিতায় কালিম্পং থানার পুলিশ ক্রেতা সেজে চম্পাসরি থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।তার কাছ থেকে এক হাজার ট্যাবলেট মাদক এবং একটি দুচাকার গাড়ি উদ্বার করেছে পুলিশ।