কাশ্মীরের অধিকৃত এলাকা ছেড়ে অবিলম্বে চলে যেতে পাকিস্তানকে বললো ভারত।

নিজস্ব সংবাদদাতা :  অধিকৃত এলাকা ছেড়ে অবিলম্বে চলে যেতে পাকিস্তানকে কড়া ভাষায় জানালো ভারত।

    গিলগিট-বালতিস্তান এলাকায় নির্বাচন করার জন্য  পাক সুপ্রিম কোর্ট সে দেশের সরকারকে নির্দেশ দেওয়ায় অত্যন্ত কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। এই রায়ের পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে, কাশ্মীরের সমস্ত অধিকৃত এলাকা ছেড়ে পাকিস্তান যেন অবিলম্বে চলে যায়।

    একটি মামলার রায়ের উত্তর দিতে গিয়ে দাঁত সুপ্রিম কোর্ট জানিয়েছে, পাকিস্তান সরকারের উচিত অবিলম্বে গিলগিট বালতিস্তান এলাকায় নির্বাচন করে একটি স্বশাসিত সরকার প্রতিষ্ঠা করা। এর পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে কাশ্মীরের পাক অধিকৃত এলাকায়  কাশ্মীরে পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের অন্যায় জবরদখলকারী চালিয়ে যাচ্ছে। মানবাধিকার হরণ করছে লাদাখে। জম্মু কাশ্মীর লাদাখ কাশ্মীর উপত্যকার পুরো অংশটাই ভারতের । গিল গিট-বালতিস্তান তারই একটি অংশ।পাকিস্তান সরকার বা সুপ্রিম কোর্টের কোনো একটি এক্তিয়ার নেই সেখানে নির্বাচন করার। এসব জানা সত্ত্বেও পাকিস্তান সরকার এবং তাদের শীর্ষ আদালত কিভাবে সেখানে নির্বাচনের কথা ভাবতে পারে? উচ্চপর্যায়ের পার্ক কূটনীতিকদের কাছে ভারত তার প্রতিবাদ সরকারিভাবে আজকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাক অধিকৃত এলাকায় পাকিস্তান সরকার নানাভাবে পরিবর্তন করার চেষ্টা করছে। ভারতে সব জিনিস আর বরদাশ্ত করতে পারবেনা।

    সংবাদ সৌজন্যে: বার্তা সাম্প্রতিক
    http://bartasamprotik.blogspot.com/2020/05/blog-post_44.html