|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ মঙ্গলবার বিকালে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে পাড়া বৈঠক অনুষ্ঠিত হল মূলগ্ৰামে। গ্ৰামের সামাজিক উন্নয়নের জন্য পাড়া বৈঠক। উপস্থিত ছিলেন শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপ – প্রধান জগন্নাথ রুদ্র সহ শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের কর্মচারীরা। গ্ৰামবাসীরা উপস্থিত হয়েছিলেন। গ্রামবাসীরা আজকে প্রধান ও উপ – প্রধানের কাছে তাদের দাবিদাবা জানায় গ্ৰামের রাস্তা, জল,ভাতার কথা। শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপ – প্রধান বলেন, গ্ৰামে কি ভাবে উন্নয়ন করা যায় সেইগুলি দেখা হবে।