|
---|
স্টাফ রিপোর্টার : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখে দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী, দলীয় জেলা কমিটির সদস্য দীনেশ চক্রবর্তী, জামুড়িয়া ২ ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী, শ্রমিক নেতা গৌর পাল, শ্যামলা অঞ্চল সভাপতি বাপ্পা ঘোষ, তপসী অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়, যুব নেতা এম ডি জোজো প্রমুখ । অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক হরেরাম সিং। উল্লেখ্য, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বেই (১৯৪৬) ক্যবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী গঠিত হয় গণপরিষদ। ডক্টর ভীম রাও রামজি আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় খসড়া কমিটি। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধানের খসড়া গৃহীত হয়। দেশ এই দিনটিকে জাতীয় আইন দিবস রূপে পালন করে আসছে। স্বাধীনতা আন্দোলনকালে ১৯৩০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই স্মৃতিকে অম্লান রাখতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। এবং প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়। স্মরণীয়, এই দিন থেকে স্বাধীন ভারতে ব্রিটিশ সরকার প্রণীত ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের অবসান ঘটে। ভারতবর্ষের সর্বোচ্চ আইন এই সংবিধান। ভারতীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সারা দেশে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস । আজ জামুড়িয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক হরেরাম সিং বলেন, আজকের দিনে আমরা সংবিধান পেয়েছি। সংবিধান আমাদের অধিকার দিয়েছে। তাই, আজকের দিনের গুরুত্ব অপরিসীম। জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংবিধান দেশের মানুষের রক্ষাকবচ। আজকের দিনটির তাই বিশেষ মাহাত্ম্য আছে। জামুড়িয়া ব্লক ২ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী আজকের এই বিশেষ দিনটির গুরুত্ব আলোচনা করে বলেন, বিশ্বের বৃহত্তম সংবিধান হল আমাদের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের জন্যই ভারতের গণতন্ত্রের বুনিয়াদ এত মজবুত। তৃণমূল কংগ্রেস নেতা বলেন, স্বাধীনতা দিবসের মতোই প্রজাতন্ত্র দিবসের বিষয়ে সমাজে আরও সচেতনতা প্রয়োজন। অনুষ্ঠানে বহু কর্মী- সমর্থক যোগদান করেন। অন্য একটি পৃথক অনুষ্ঠানে নিমশা খোট্টাডিহি আলিনগর উচ্চ মাধ্যমিক স্কুলে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন স্কুল সভাপতি লাল্টু কাজী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাষ বল সহ অন্যান্য সহ শিক্ষক- শিক্ষিকা গণ। কোভিড বিধির কারণে স্কুল বন্ধ থাকার জন্য কোনও ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসেনি।