বাঁকুড়া জেলা দ্বীনিয়াত পরিচালনায় প্রতিটি মক্তবে পালিত হল প্রজাতন্ত্র দিবস

ফারুক আবদুল্লাহ, সোনামুখী : সারা দেশ জুড়ে আজ বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সেইমত আজ বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের নির্দেশক্রমে প্রতিটি মক্তবে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সোনামুখী ব্লকের দুবরাজপুর মাদ্রাসা সিরাজুল উলুম প্রাঙ্গনে পার্শ্ববর্তী ধানশিমলা, ধারিমপুর, বহরপুর,দুবরাজপুর মক্তবের ১৫০ জন ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস।এদিন কচিকাঁচাদের কন্ঠে কুরআন পাঠ,হামদ, নাত ও দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা গানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়এই মহান দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর সিরাজুল উলুমের প্রধান শিক্ষক ও বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের জিম্মাদার মুফতী আহসানুল্লাহ কাসেমী সাহেব, হাফিজ আশরাফ সাহেব, হাজী আসরারুল সাহেব,আবু সালমান গাজী, হাফিজ ইয়াসিন,সাদেক হোসেন,হায়দার আলী মন্ডল সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।