শিলিগুড়িতে বিমল গুরুঙ্গ- এর আসা নিয়ে মতপার্থক্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের মধ্যে

শিলিগুড়ি: সমতলে কি প্রচার করবেন বিমল গুরুঙ্গ আপাতত এই কথাই ঘুরছে সব তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখে মুখে।শিলিগুড়িতে প্রচারে আসছেন বিমল গুরুঙ্গ এই কথা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিলো শিলিগুড়িতে।প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে,কিন্তুু এখন শোনা যাচ্ছে গুরুঙ্গ এর আসা নিয়েও একটা মতপার্থক্য তৈরী হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের মধ্যে।

    অনেক তৃণমূল কংগ্রেস প্রার্থীই চাইছেন না বিমল গুরুঙ্গ শিলিগুড়িতে প্রচারে আসুন,কারন শিলিগুড়ির সাধারন মানুষের মনে বিমল গুরুঙ্গ কে নিয়ে এখনো পরিষ্কার ধারনা তৈরী হয়নি।বিমল গুরুঙ্গকে সঙ্গে নিয়ে প্রচারে নামলে বিরুপ পরিস্থিতি তৈরী হতে পারে সাধারন মানুষ এবং কর্মীদের মধ্যে,তাই একেবারে সিদ্ধান্ত নিয়েই বিমল গুরুঙ্গকে নেওয়া কিংবা না নেওয়া নিয়ে প্রচারে নেওয়া হবে।প্রচারে গুরুঙ্গ কে নেওয়া হবে কি নেওয়া হবে না এটা নিয়েও মতপার্থক্য তৈরী হয়েছে দার্জিলিং জেলা শীর্ষ নেতৃত্বের মধ্যে।

    এ ব্যাপারে পাপিয়া ঘোষ কিংবা গৌতম দেব কেউ কিছুই বলতে চাইছেন না।যদিও বিমল গুরুঙ্গ,রোশন গিরি পাহাড় থেকে এসে প্রচারে নামতে আগ্রহী,তবে তৃণমূলের 47টি ওয়ার্ডের প্রার্থীরা গুরুঙ্গকে নিয়ে প্রচারে আগ্রহী নন।তারা মনে করছেন এতে বিপক্ষ দল প্রচুর সুবিধা পেয়ে যাবে,কাজেই গুরুঙ্গ খুব সম্ভবত পাহাড় থেকে প্রচারে আসছেন না,যদিও বা আসেন যে যে ওয়ার্ডে নেপালি ভোটার আছেন সেসে ওয়ার্ডে গুরুঙ্গ প্রচারে আসলেও আসতে পারেন।তবে সবকিছু নির্ভর করছে পিকে এবং অভিষেক বন্দোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।তবে কি হবে তা সময়ই বলবে।