|
---|
নিজস্ব সংবাদদাতা : অবশেষে প্রতীক্ষার অবসান, ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল পাঠান। মঙ্গলবার দিন প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মের তরফ থেকে বিষয়টি জানানো হয়। মাত্র এক মাসের মধ্যে মাইলস্টোন অতিক্রম করলো শাহরুখ খান অভিনীত পাঠান। চার বছরের বিরতির পর কামব্যাক ছবি পাঠানে বাজিমাত করলেন শাহরুখ খান। শুধু দেশে নয় দেশের বাইরেও দুর্দান্ত ব্যবসা করেছে পাঠান। দর্শক মন্ডলীর মন জয় করেছে পাঠান। প্রসঙ্গত ২০২২ সালে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে নতুন বছরের শুরুতেই বলিউড কে অক্সিজেন দিল পাঠান।