|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক : লকডাউন পর গত বুধবার থেকেই শুরু হয়েছে দেব ও রুক্মিণী মৈত্র-এর পরবর্তী ছবি ‘কিশমিশ’- এর শুটিং। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় এই ছবির পরিচালক রাহুল মুখার্জী।
এই ছবিতে দেব ও রুক্মিণীকে দেখা যাবে কৃশাণু ও রোহিনী চরিত্রে। দেবকে একজন কমিক বুক আর্টিস্টের চরিত্রে দেখা যাবে।
দেব ও রুক্মিণী ছাড়াও কমলেশ্বর মুখার্জী, খরাজ মুখার্জী, জুন মালিয়া, অঞ্জনা বসু’র মতো শিল্পীরা অভিনয় করছেন। ছবিতে ক্যামিও করছেন যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন নীল চ্যাটার্জী।