সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম এর উদ্যোগে ‘বসন্ত উৎসব ২০২০’

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : এই প্রথম এক অনন্য বসন্ত উৎসবের সাক্ষী থাকল সোনারপুরবাসী। সোনারপুর উওর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এর উদ্যোগে এবং সোনারপুর উওর বিধানসভার মূল সাংগঠনিক প্রধান জনাব নজরুল আলি মন্ডল এর অক্লান্ত প্রচেষ্টায় ও সোনারপুর উওর উৎসব কমিটির পরিচালনায় আজ সকাল সাত ঘটিকায় নেতাজী স্পোর্টস কমপ্লেক্স মাঠে বর্নময় বসন্ত উৎসব পালন হলো।

    মঞ্চ আলোকিত করেন সেই সমস্ত মান্য শিল্পিরা ও গুনিজনরা যারা আজ কলোরিত করল গোটা সোনারপুরকে।

    বিধায়ক ফিরদৌসী বেগম জানান, বাঙালির সমস্ত উৎসবের মধ্যে বসন্ত উৎসব একটি উল্লেখযোগ্য উৎসব। এখন ভারতবর্ষের চারিদিকে রাজনৈতিক প্রেক্ষাপট তথা সামাজিক প্রেক্ষাপট যে জায়গায় পৌঁছেছে তাতে করে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার বৈশিষ্ট্য হচ্ছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলিত হয়ে সব ধর্মের উৎসবেই মেতে উঠি। আমাদের সকলের মধ্যে যেতে সেই ভাব ভালোবাসা বজায় থাকে সেই কথা ভেবেই বসন্ত উৎসব ২০২০ এর সূচনা। তাই আমদের প্রথম বছরে ভাবনা-

    “এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।
    তাইতো বলি,
    রক্তে রাঙা দেশের মাটি,
    রং দিয়ে মোরা ছবি আঁকি”