নন্দীগ্রামে গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে দোলযাত্রা উৎসব

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ দোলযাত্রা হলো একটি হিন্দু বৈষ্ণব উত্‍সব যাকে আমরা দোল বলে থাকি, বাংলার বাইরে যা হলি নামে পরিচিত।দোল ও হোলি বস্তুত একই উৎসব যা হিন্দু দেবতা রাধা কৃষ্ণর সঙ্গে সম্পর্কযুক্ত।এই উত্‍সবের অপর নাম বসন্তোত্‍সব। বাংলার যেকোনো রাধা-কৃষ্ণ মন্দিরে দোলের দিন বিশেষ পূজা পারবেন ও আবির খেলা হয়।এই দোলের দিনে করোনা ভাইরাস আতঙ্ককে দূরে সরিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামে গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে দোলযাত্রা উৎসবে শামিল হন অগনিত মানুষ। নন্দীগ্রামের গৌর নিতাই মন্দিরের দোলযাত্রা উত্‍সব ৫০০ বত্‍সরে পড়লো।তাই সেখানে মহাসমারোহে উদযাপিত হচ্ছে দোলযাত্রা উৎসব। এই উপলক্ষে হরিরামসংকীর্তনের আসর বসানো হয়েছে।দোলযাত্রা উত্‍সবের দিন দুপুরে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। শিবতলা প্রাঙ্গনে দল উপলক্ষ্যে বসেছে মেলা। থাকছে মানুষদের অন্নভোগের ব্যাবস্থা। এই উত্‍সবে আনন্দে মেতে ওঠেন নন্দীগ্রামবাসীরা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ নন্দীগ্রামে দোলযাত্রা দেখতে আসেন।