দেশের নিরাপত্তার রক্ষার জন্য আটমাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ছুটি নেননি ছত্তিশগড়ের এক দান্তেশ্বরী যোদ্ধা মহিলা কমান্ডারের সুনয়না প্যাটেল।

দেশের নিরাপত্তার রক্ষার জন্য আটমাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ছুটি নেননি ছত্তিশগড়ের এক দান্তেশ্বরী যোদ্ধা মহিলা কমান্ডারের সুনয়না প্যাটেল।

    নতুন গতি,ওয়েব ডেস্ক: যেখানে গর্ভাবস্থায় ডাক্তাররা বিশ্রাম নিতে বলেন সেখানে এক অন্য ছবি দেখাযাচ্ছে,দেশকে রক্ষাকরার জন্য নিজে অন্তঃসত্ত্বা হবার পরেও ছুটি নিতে চাননি, আসলে গর্ভাবস্থায় একজন নারীকে যেভাবে জীবনযাপন করতে হয়। যে জ্বালা-যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটি দিন কাটাতে হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। বেসরকারি সংস্থার সব কর্মচারীদের কাছে মাতৃকালীন ছুটির সুবিধা না থাকলে সরকারি দপ্তরে কর্মরত মহিলা কর্মীরা সেই সুবিধা পান। কিন্তু, দেশের নিরাপত্তার রক্ষার জন্য আটমাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ছুটি নেননি ছত্তিশগড়ের এক দান্তেশ্বরী যোদ্ধা জেলা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনীর ওই মহিলা কমান্ডারের নাম সুনয়না । তাঁর কথায় মাওবাদী দমনের জন্য চলা অভিযানে আমার থাকাটা খুব জরুরি ছিল। তাই অন্তঃসত্ত্বা থাকার খবরটা সিনিয়রদের থেকে লুকিযে রেখেছিলাম। পরে তাঁরা বিষয়টি জেনে যান। আসলে আমার স্বামী আমাকে প্রচণ্ড সাহায্য করেন। সাহস যোগান। তাই আমার পক্ষে এটা সম্ভব হয়েছে।