তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার এক পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা :চরম নৃশংসতার সাক্ষী হল তামিলনাড়ুর তিরুপ্পুর জেলা। এই জেলার পাল্লাদামে এক পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা। রবিবারের ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা। পুলিশ আততায়ীদের খোঁজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তামিলনাড়ুর বিজেপির সভাপতি আন্নামালাই।

     

    পুলিশ সূত্রের খবর, বছর ৪৭-এর সেন্থিলকুমারের একটি চালের দোকান রয়েছে, কাছেই তাঁর একটি জমি ছিল। সেই জমিতেই কয়েকজন মদ্যপান করছিল। সকলকে সেখান থেকে চলে যেতে বলেন। তখন তাদের মধ্যে একজন তাঁকে কাস্তে দিয়ে আক্রমণ করে। সেন্থিলকুমারের পরিবারের সদস্যরা, যথাক্রমে মোহনরাজ, রথিনাম্বল এবং পুষ্পবতী তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদের কুপিয়ে খুন করা হয়। এরপর আততায়ীরা পালিয়ে যায়।