খাদ্যদ্রব্য শীতবস্ত্র কিছুই ছিলোনা সাথে

খাদ্যদ্রব্য, শীতবস্ত্র কিছুই ছিলোনা সাথে। লাগাতার দুইদিন ধরে কেরলের একটি পাহাড়ে আটকে ছিলেন এক যুবক। অবশেষে বুধবার ভারতের সেনা জওয়ানরা ওই যুবককে উদ্ধার করে ।

    তিন বন্ধু মিলে গত সোমবার পাহাড় চড়তে গিয়েছিলেন। মাঝপথে হাত ছেড়ে দেয় ওই যুবকের দুই বন্ধু। ওই যুবকের নাম বাবু বলে জানা গিয়েছে। সে পাহাড়ের শিখরে ওঠার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু মাঝপথে পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল, সৌভাগ্যবশত পাহাড়ের খাঁজে আটকা পড়ে সে। দুই দিন ধরে ওই ভাবেই সে ওখানে ছিল l এরপর রাজ্য প্রশাসনের তরফ থেকে ভারতীয় সেনা জওয়ান দের কাছে সাহায্য চাওয়া হয়। ভারতীয় সেনা ,বায়ু সেনা , পর্বতারোহীদের চেষ্টায় অবশেষে বুধবার ওই যুবককে উদ্ধার করা হয়।খাদ্যদ্রব্য, শীতবস্ত্র কিছুই ছিলোনা সাথে। লাগাতার দুইদিন ধরে কেরলের একটি পাহাড়ে আটকে ছিলেন এক যুবক। অবশেষে বুধবার ভারতের সেনা জওয়ানরা ওই যুবককে উদ্ধার করে ।
    তিন বন্ধু মিলে গত সোমবার পাহাড় চড়তে গিয়েছিলেন। মাঝপথে হাত ছেড়ে দেয় ওই যুবকের দুই বন্ধু। ওই যুবকের নাম বাবু বলে জানা গিয়েছে। সে পাহাড়ের শিখরে ওঠার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু মাঝপথে পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল, সৌভাগ্যবশত পাহাড়ের খাঁজে আটকা পড়ে সে। দুই দিন ধরে ওই ভাবেই সে ওখানে ছিল l এরপর রাজ্য প্রশাসনের তরফ থেকে ভারতীয় সেনা জওয়ান দের কাছে সাহায্য চাওয়া হয়। ভারতীয় সেনা ,বায়ু সেনা , পর্বতারোহীদের চেষ্টায় অবশেষে বুধবার ওই যুবককে উদ্ধার করা হয়।