শহরে বায়ুদূষণের হার কমাতে নানা উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভা

 

    নতুন গতি নিউজ ডেস্ক: শহরে বায়ুদূষণের হার কমাতে নানা উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভা। এবার এক অভিনব সিদ্ধান্ত নিলেন তাঁরা। মেয়র সম্প্রতি ঘোষণা করেন, কলকাতায় নতুন বাড়ি বা আবাসন তৈরী করতে গেলে পার্কিং স্পেসে ১০ শতাংশ জায়গা রাখতে হবে ব্যাটারিচালিত গাড়ি (ইলেকট্রিক কার) চার্জের জন্য। সেখানে কত বিদ্যুৎ খরচ হচ্ছে, তা পরিমাপ করতে মিটার লাগিয়ে দেবে সিইএসসি। মেয়র এই ঘোষণার পাশাপাশি জানান, ব্যাটারিচালিত গাড়ি চালানোর জন্য নানাভাবে মানুষকে উৎসাহিত করবে কলকাতা পুরসভা।

    কয়েকদিন আগেই ঢাকুরিয়ায় দুটি চার্জিং ষ্টেশনের উদ্বোধন করেন মেয়র। এছাড়া মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুলের লাগোয়া কোনও জায়গায় শীঘ্রই আরও দুটি চার্জিং স্টেশন খোলা হবে।

    শহরে এখনই ৪০টি বৈদ্যুতিন বাস চলে। পুজোর আশপাশে আরও ৪০টি এরকম বাস নামবে শহরের পথে। এগুলির চার্জের জন্য প্রশস্ত জায়গা এবং ইলেকট্রিক পয়েন্ট প্রয়োজনীয়। সিইএসসি’র আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মেয়র জানিয়েছেন, প্রাথমিকভাবে শহরের তিনটি ফি কার পার্কিং জোনে বাস চার্জ করার ব্যবস্থা রাখা হবে। সেখানেও মিটার লাগিয়ে দেবে সিইএসসি। এসব ক্ষেত্রে বিদ্যুতের খরচে সরকার এর পক্ষ থেকে ভবিষ্যতে কোনও ভর্তুকি দেওয়ারও ব্যবস্থা হতে পারে। তবে এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    মাস কয়েক আগে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে করা সমীক্ষা থেকে জানা গিয়েছে, শহরের বায়ুদূষণের জন্য অনেকখানি দায়ী কয়লার উনুন এবং কয়লার আগুন ব্যবহার করা ইস্ত্রি। এইগুলি ধাপে ধাপে বন্ধ করে রান্না এবং ইস্ত্রির কাজ পুরোটাই বিদ্যুতের সাহায্যে করতে বলা হবে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে সবরকমভাবে সিইএসসি’র সাহায্য মিলবে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকরা।