|
---|
আজিজুর রহমান : আজ কোলকাতা পুলিশ বডিগার্ড লাইনে দুর্গাপূজা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার সাথে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, কোলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র, রাজ্যের ৩২ জন আইপিএস অফিসার সহ কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর কো-অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস, ওয়েল ফেয়ার বোর্ডের কনভেনার বিজিতশ্বর রাউত, জয়েন্ট কনভেনার বিশ্বজিৎ সিনহা ছাড়াও পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর স্টেট কমিটির সদস্যবৃন্দ। এদিনের ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৪৩ টি দুর্গা পুজোর শুভ উদ্বোধন করেন। পাশাপাশি ওই এলাকায় একটি নায্য মুল্যে ওষুধের দোকানের উদ্বোধনও করেন। সাথে সাথে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কে ভালভাবে কাজ করতে নির্দেশ দেন। এছাড়াও পুলিশের সব রকমের উন্নয়ন মুলক কাজে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।