|
---|
সিরাজুল মদ্দ্যা, নতুন গতি, হাওড়া: ডোমজুড়ের রাজাপুরের দক্ষিণ বাড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরেই চোলাই মদের বিক্রি চলছে।ফলত কিছু মানুষ দিবারাত্রি চোলাই মদ পান করে এলাকায় তাণ্ডব চালিয়ে চলেছে। এই এলাকায় একটি হাই স্কুল ও বাজার থাকায় স্কুলে আগত ছাত্র-ছাত্রী এবং বাজার করতে আসা সাধারণ মানুষেরা নেশাগ্রস্ত মাতালের হাতে হেনস্তা হচ্ছেন ও তারা নিরাপত্তার অভাবে ভুগছেন।
গত কয়েকদিন আগে এই চোলাই মদ পান করেই দুইজন ব্যক্তির মৃত্যু ঘটে।স্থানীয় মানুষদের অভিযোগ যে চোলাই মদ পান করে এলাকার কিছু মানুষ তাদের সংসারের দিকে নজর দিচ্ছে না যার ফলে সংসারে আর্থিক অনটন বাড়ছে ও সাংসারিক অশান্তি বাড়ছে। যাতে রাজাপুর এলাকায় অতি শীঘ্রই এই মদ বিক্রি বন্ধ হয় এই দাবিতে মহিলাদের নেতৃত্বে এই রাস্তা অবরোধ করা হয়।