|
---|
আব্দুল হাই, নতুন গতি, বাঁকুড়াঃ আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে এই রাজ্যের সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সেইমত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনার কারণে দীর্ঘ দিন এই স্কুলগুলি বন্ধ ছিল । তাই ১২ তারিখে স্কুল খোলার আগে এই স্কুলগুলিতে স্যানিটাইজ করা হয় । বাঁকুড়ার মাচানতলার বঙ্গবিদ্যালয় থেকে এই স্যানিটাইজের কাজ শুরু করা হয় । এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল জানান যে, যেহেতু এতদিন স্কুলগুলি বন্ধ ছিল তাই আজ থেকে স্কুলের কক্ষ গুলিকে স্যানিটাইজ করা হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে যাতে কোনো পড়ুয়া করোনা আক্রান্ত না হয়।