|
---|
নিজস্ব সংবাদদাতা: দার্জিলিঙে বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিপাত চলছে, শুক্রবার বিকালে দার্জিলিংয়ের ধবিখোলায় ধস নামে, পাহাড়ের উপর থেকে বোল্ডার কাদা জল তালগোল পাকিয়ে রাস্তায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ওই রাস্তা। সে কারণে ধবিখোলার সাথে বিভিন্ন এলাকার যানবাহন চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। রাস্তা মেরামতের কাজ চলছে।
আবহাওয়া সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং এ আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণত বর্ষার সময় পর্যটকদের সমাগম খুব একটা লক্ষ্য করা যায় না পাহাড়ে, তবে এই বছর অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য ভিড় শৈল শহরে। অনেকেই ঝড় বৃষ্টিকে মাথায় করে দার্জিলিং এর প্রাকৃতিক শোভা উপভোগ করতে যাচ্ছেন।