পর্যটকদের অত্যন্ত প্রিয় ভ্রমণের জায়গা ডুয়ার্সের ইতিকথা

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি থেকে খানিকদুরে অবস্থিত উত্তরবঙ্গের পর্যটকদের সেরা ডেস্টিনেশন ডুয়ার্স।হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স, শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার জন্য বাস গাড়ি সবই পাওয়া যায়। ডুয়ার্সের অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এখানকার বাসিন্দারা পর্যটকদের মুখাপেক্ষী, তাই ডুয়ার্স পর্যটন নির্ভর জায়গা। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ডুয়ার্সে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বছরের প্রথম থেকে ই পর্যটকদের লক্ষ্য করা গিয়েছে ডুয়ার্স।

    আঁকাবাঁকা রাস্তা, আলো-আঁধারি পরিবেশ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবুজ আর সবুজ, ছোট বড় পাহাড়গুলি হৃদয় ছুঁয়ে যায়। তাই পাহাড়ের পর ডুয়ার্স পর্যটকদের সেরা ডে স্টিনেশন। গজলডোবা, চিলাপাথা, রাজা ভাত খাওয়া, বক্সা জয়ন্তী, গরুমারা, জলদাপাড়া, এই স্থানগুলি পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। অনেকেই রয়েছেন যারা একাধিকবার এই জায়গাগুলোতে গিয়েছেন। বর্ষার সময় ডুয়ার্স আরো মায়াবী হয়ে ওঠে, ডুয়ার্সে বর্ষা দেখার সৌভাগ্য নিঃসন্দেহে বড় ব্যাপার। রংবেরঙের পাখি, রকমারি গাছের বাহার একেবারে অনবদ্য।

    ডুয়ার্সের জঙ্গলগুলিতে হাতি সাফারি,গাড়ি সাফারি পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয়। আগে থেকে বুকিং করে তবেই মিলে হাতি সাফারি গাড়ি সাফারি করার সুযোগ। প্রকৃতি যেন নিজের খেয়াল খুশিতে সাজিয়েছে ডুয়ার্সকে। ডুয়ার্সে যেতে গেলে আসতেই হবে শিলিগুড়ি, শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের নাম্বার পর, গাড়ি বুকিং করে যেতে হবে ডুয়ার্সে।

    বনদপ্তরের তরফ থেকে পর্যটকদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই ক্ষেত্রে বিশেষ নজরদারি থাকে সবসময়। পর্যটকরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের পছন্দ মত জায়গা গুলি ভ্রমণ করতে পারেন সেই দিকে বিশেষ গুরুত্ব রাখা হয়।