|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা মতিলাল ভোরা। করোনা পরবর্তীকালীন জটিলতার কারণে মারা গেছেন তিনি বলে তাঁর পরিবার তরফে জানানো হয়েছে। উনার বয়স হয়েছিল ৯৩ বছর। কংগ্রেসের এই প্রবীণ নেতার প্রয়ানে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উনার আত্মার শান্তি কামনা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানান। পাশাপাশি রাহুল গান্ধী টুইট করে বলেন ” একজন প্রকৃত কংগ্রেসী তথা ভালো মানুষকে আজকে আমরা হারালাম”। পাশাপাশি অশোক গেহলট,রণদ্বিপ সিং সুরজেবালা,জয়রাম রমেশ সহ একাধিক রাজনৈতিক ব্যাক্তিদেরও শোক প্রকাশ করেন। উল্লেখ্য যে মতিলাল ভোরা দিল্লির এক হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে ফুসফুসে সংক্রমণ থাকায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী উনাকে ছত্তিসগড়ে সমাধিস্ত করা হবে।