|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলির চাঁপদানি পৌরসভার নর্থ ব্লক জুট মিলের লেবার কোয়াটারে জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য নাজেহাল অবস্থা সেখানকার স্থানীয় বাসিন্দাদের। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই জুটমিল কর্তৃপক্ষ এখানকার লেবার কোয়াটার থেকে জল এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছে। যার ফলে তীব্র সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে এখানকার স্থানীয় বাসিন্দাদের। জুট মিল বন্ধ হয়ে রয়েছে দুই মাস যাবত। একেই পেটের টান, তার ওপর জল এবং বিদ্যুতের মতন জরুরি পরিষেবা না থাকায় নাভিশ্বাস এলাকাবাসীদের।স্থানীয় এক বাসিন্দা বলেন, বিগত দুই মাস ধরে জুট মিল বন্ধ থাকার জন্য টান পড়েছে তাদের হাঁড়িতে। যদি জুট মিল না খোলে তাহলে না খেতে পেয়ে মরতে হবে এবার তাদের। তার ওপরে জল নেই বিদ্যুৎ নেই অনেকদিন ধরে। বিদ্যুতের অভাবে এক মাধ্যমিক পরীক্ষার্থীর পড়াশোনাতেও অসুবিধা হচ্ছে খুব। মাধ্যমিক পরীক্ষার্থীর মা বলেন, রাতের বেলা তার মেয়ে একটি ইমার্জেন্সি লাইট জ্বেলে পড়াশোনা করে, ইমার্জেন্সি লাইট এর চার্জ শেষ হয়ে গেলে সে আর পড়াশোনা করতে পারবেনা। এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন অন্তত বাড়িতে বিদ্যুৎ থাকা উচিৎ ছিল বলে তিনি জানান।এই ওয়ার্ডের কাউন্সিলর কিশোরীলাল কেয়াত জানান, স্থানীয় বাসিন্দাদের সমস্যা থেকে সুরাহা পাওয়ার জন্য গতকাল প্রায় ১০০ জনকে নিয়ে তারা শ্রমমন্ত্রী বেচারাম মান্নার দ্বারস্থ হন। শ্রম মন্ত্রী বলেন তিনি পুরো বিষয়টি তদারকি করবেন এবং তিনি আশ্বাস দিয়েছেন দোলের আগেই জুট মিল খুলে যাবে এবং জল এবং বিদ্যুতের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।