|
---|
নিজস্ব প্রতিবেদক:-শুক্রবার সন্ধ্যায় সূচনা হল তিনদিন ব্যাপী মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল। জেলার নবাব নগরী লালবাগের হাজার দুয়ারী সংলগ্ন মতিঝিল ও কাঠগোলা বাগানে আয়োজিত হচ্ছে এই হেরিটেজ ফেস্টিভ্যাল। চলবে আগামী ১৩ই মার্চ পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় লালবাগ মতিঝিলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল এই হেরিটেজ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। ২০১০ সাল থেকে টানা এগারো বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে জেলার এক সংস্থা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে দেশ ও বিদেশের পর্যটকদের উপস্থিতিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এই হেরিটেজ ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের তিনটি বিভাগ অংশ গ্রহণ করেছে। পাশাপাশি জেলার একাধিক পর্যটন সংস্থা এই উৎসবে শামিল হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা। মুর্শিদাবাদ জেলাকে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে ও বিনিয়োগকারী এবং ট্র্যাভেল এজেন্টদের কে আকৃষ্ট করতেই এই হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। উৎসবে খানাপিনা অপরিহার্য। মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালেও থাকছে নবাবী আমলের খাবারের ব্যবস্থা। পাশাপাশি, লোক সংস্কৃতি নৃত্য সহ একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আতশবাজীর প্রদর্শনও করা হবে। যা মন কাড়বে সকলেরই, এমনটাই জানাচ্ছেন সংস্থার প্রতিনিধি। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, বারো বছর ধরে হেরিটেজ ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে মতিঝিলে উৎসবের উদ্বোধন করা হল। জেলার বাইরে থেকে অনেক টুরিষ্ট এসেছেন। দেশের বাইরে থেকেও অনেক পর্যটক এসেছেন আমাদের মুর্শিদাবাদ জেলাতে। এবছর জার্মানি, ইউ কে থেকে পর্যটকেরা এসেছেন। এটা আমাদের সৌভাগ্য যে, এত দুর থেকে তাঁরা এসেছেন। সামগ্রিক পরিবেশে অনেক বড় ধাপ আমরা গ্রহণ করেছি। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা, আরও মানুষ এখানে আসুন সেটাই চাইব। এত ভালো হেরিটেজ সাইট।