লন্ডন একাডেমির পক্ষ থেকে কোরআন শরীফ বিতরন অনুষ্ঠান রায়কোলাতে

সংবাদদাতা : ২৬মার্চ, বৃহস্পতিবার, আল কোরআন লন্ডন একাডেমির পক্ষ থেকে  কোরআন শরীফ বিতরন অনুষ্ঠান পশ্চিমবঙ্গ রাজ্যের  উত্তর ২৪ পরগণার, রায়কোলাতে। আজ প্রায় ২০০ বাংলা অনুবাদিত কোরআন শরীফ বিনামূল্যে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়। বাংলা জুড়ে বিনামূল্যে আল কোরআন বিতরন কর্মসূচী চলবে।
আজকের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আল কোরআন লন্ডন একাদেমীর প্রতিনিধি সেখ সব্বির আহমেদ,ছাত্রনেতা তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক, মহঃ রাকিব হক, মহঃ আলামিন, আব্দুল্লাহিল মাসুদ, সেখ হাফিজুল, কেতাব উদ্দিন সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব গণ এবং অগণিত সাধারণ মানুষ। এই বিষয়ে প্রধান উদ্যেক্তা তথা আমানত ফাউন্ডশনের কর্ণধার মহঃ শাহ আলম বলেন, আগামী মাহে রামজানের পূর্বে সারা রাজ্য এই অনুবাদিত কোরআন শরীফ বিনামূল্যে বিতরণ করা হবে৷