মাদ্রাসা চলাকালীন ছাদ ভেঙে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে আহত ১০ ছাত্র-ছাত্রী

নবাব মল্লিক, কুলতলি: মেরিগঞ্জ ১ , কুলতলি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত মেরিগঞ্জ ১ নং পঞ্চায়েয়ত এর ”মেরিগঞ্জ হাই মাদ্রাসা” ইস্কুল চলাকালীন মাদ্রাসার একবিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাবার ছাদ ধসে পড়ে ৯ থেকে ১০ জন ছাত্র ছাত্রী নীচে পরে যায়। তাদের মধ্যে হাফিজা সেখ ও তাফিজা সেখ দুই বোন গুরুতর ভাবে আহত হয়। সবাই কে মহিষমারি সেবা নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।

    গুরুতর আহত হাফিজা পায়ের হাড়ে চোট পায় ও তাফিজা মাথায় চোট পায়, তাদের কে বারুইপুর জেলা হসপিটালে পাঠানো হয়।
    বর্তমানে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বেজায় ক্ষুদ্ধ তাদের দাবি নিয়ম না মেনে এই ছাদ নির্মাণ হয়, যার জন্য এই দুর্ঘটনা। ২০১০ সালে ঐ স্কুল বিল্ডিং তৈরি হয়। কুলতলি থানার ওসি সুমন দাস ও কুলতলি ব্লকের বিডিও বিপ্রতিম বসাক ঘটনার পর মাদ্রাসাটি পরিদর্শনে আসেন।