|
---|
জাহির হোসেন মন্ডল : গতকাল ভাঙড় থানার চন্দনেশ্বরের পাটকেল পোতা গ্রামে মক্তব সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, গুজরাত থেকে আগত মোহাম্মাদ চাচা ও আল্লারাখা ভাই। চন্দনেশ্বর মারকাজ মসজিদের ইমাম মাওঃ ফায়েজ আহমেদ কাসেমি,চন্দনেশ্বর বাজার মসজিদের ইমাম কারী রিয়াজ উদ্দিন সাহেব, মাও: সামসুল হক সাহেব, মাও: আবদুল খালেক এছাড়াও অন্যান্য মক্তবের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে গজল ও কেরাত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও অন্যান্যদের শান্তনা পুরস্কার দেওয়া হয়। মদিনা নগর ইসলামিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাযাহিরী সাহেব অনুষ্ঠানটি পরিচালনা করেন।তিনি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- সকাল ছাত্র ছাত্রীরা কিভাবে দ্বিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ রাখতে হবে। দুয়ার মাধ্যমে সভার কাজ শেষ করেন মাওলানা ইমাম হোসেন মাযাহিরী সাহেব।