|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: মালদা মেডিক্যালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ সমাবেশ দ্বিতীয় দিনে পড়ল। অস্থায়ী ১২৪ জন কর্মী নিরন্তর কাজ করে চলেছেন।এখনও স্থায়ী চাকরির অনুমোদন দেওয়া হয় নি। ন্যায্য বেদনও থেকে বঞ্চিত তাঁরা। অথচ দিনরাত পরিশ্রম করে স্থায়ী কর্মীদের মতো কাজ করতে হয় তাঁদের।এই অবস্থায় চাকরির অনুমোদন না আসা পর্যন্ত তাঁদের বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
মালদা মেডিক্যাল কলেজ অস্থায়ী কর্মচারি ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক সুবোধ সাহা বলেন,‘আমাদের দাবি যেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়। তিনি ঠিক আমাদের অবস্থা বুঝবেন। আমাদের ২৪ ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে। পাশপাশি আমরা জরুরী পরিষেবা দিয়ে চলেছি। আমাদের দাবি মানা না হলে বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে।’