“মাদক রিহ্যাব কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা”: এমনই ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষদর্শী এক সদ্য মুক্তি পাওয়া রোগী

নতুন গতি নিউজ ডেস্ক: এক ভয়াবহ ঘটনা! আফগানিস্তানের মাদক রিহ্যাব কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা! এমনই দাবি ডেনমার্কের এক সাংবাদিকের। গত মাসে তিনি রিহ্যাব কেন্দ্র থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি আব্দুলের সঙ্গে কথা বলেন।

    আব্দুলের দাবি “ঠিক মতো খেতে দেওয়া হয় না রোগীদের। বেশির ভাগ দিনই রোগীদের অভুক্ত অবস্থায় থাকতে হয়। স্বাস্থ্যের কোনও খেয়াল রাখা হয় না।”

    তিনি আরো জানান “খাদ্য ও চিকিৎসার অভাবে অনেকের মৃত্যু হচ্ছে। খাদ্যের অভাবে রোগীরা হিংস্র হয়ে উঠছে। সম্প্রতি এক ব্যক্তিকে খুন করে তাঁর মাংস খেয়েছে কয়েকজন। এমনকি ওই কেন্দ্রের ভিতরে থাকা একটি পার্কে একটি বিড়ালকে ধরে তার কাঁচা মাংস পর্যন্ত খেয়েছে রোগীরা।”