জেলার মেয়েদের মধ‍্যে প্রথম স্বস্তিকাকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন মন্দিরবাজারের ওসি এবং বিডিও

নবাব মল্লিক, মন্দিরবাজার: জেলার গর্ব স্বস্তিকা ভট্টাচার্য, বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর হলেও পড়াশুনা জয়নগর থানার জয়নগর ইন্সটিটিউশন ফর গার্লস এ। সেখান থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় একটুর জন্য মেধাতালিকায় জায়গা না পেলেও ৬৮০ নাম্বার পেয়ে এলাকার সব স্কুলকে পিছনে ফেলে সারা রাজ্যে ত্রয়োদশ স্থান দখল করেছে এবং আমাদের দক্ষিণ ২৪ পরগণা জেলায় সার্বিকভাবে জেলায় চতুর্থস্থানে অবস্থান করলেও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। স্বস্তিকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে তাঁর আগামী স্বপ্ন বিজ্ঞানবিভাগ নিয়ে পড়া ও চিকিৎসক হয়ে দেশের সেবা করা। বাবা কৌশিক ভট্টাচার্য ব্যবসার আকজে ব্যস্ত থাকলেও মা হৈমন্তী ভট্টাচার্যের গাইডেন্স আর বিদ্যালয়ের শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকশিক্ষিকার সাহায্য ও যথযথ গাইডেন্স তাঁকে এই সাফল্য পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন। তবে তিনি বা তাঁর বিদ্যালয়ের ইংরাজির শিক্ষিকা তাঁর ইংরাজিতে প্রাপ্তমার্কস নিয়ে আদৌ সন্তুষ্ট নন। সারাসপ্তাহ জুড়ে শুভেচ্ছার বন্যায় ভেসে গেলেও লকডাউনে সবাই কাছে আসতে পারেন নি। এদিন তাঁর বাড়িতে স্থানীয় বিডিও ও ওসি তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন। বরাবর মেধাবী ছাত্রী স্বস্তিকা ষষ্ঠ শ্রেণীতে মেধান্বেষা পরীক্ষায় সারা বাংলায় তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও গণিতে মেধা পরীক্ষায় জেলায় চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বলে স্বস্তিকার মা হৈমন্তী দেবী জানিয়েছেন।