শহীদ স্মরণের রূপরেখা স্থিরীকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি

সেখ জাহির আব্বাস, বর্ধমান : বর্ধমান ১ ব্লকের বেলকাশে ২১ শে জুলাই শহীদ স্মরণের রূপরেখা বিষয়ক এক বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপনের পূর্বে সরকারি প্রকল্পগুলি পাওয়ার ব্যাপারে আলোচনা হয় এবং উপস্থিত সকলকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করা হয়। জানা গেছে,এ বছর যেহেতু ব্রিগেডে ২১ শে জুলাই শহীদ স্মরণ হবে না, তাই বুথে বুথে তা পালনের জন্য বলা হয়। ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান-১পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঝুমা মালিক, সহ সভাপতি দেব নারায়ণ গুহ, তৃণমূল ব্লক সভানেত্রী কাকলী তা, যুব সভাপতি মানস ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট নেতৃত্ব। বিধায়ক নিশীথবাবু দলের কর্মীদের সতর্ক করে আগামী দিনে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার বার্তা দেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলা নির্মাণের স্বপ্নকে সার্থক করতে তাদের নানাভাবে উজ্জীবিত করেন। অনুষ্ঠান শেষে বেলকাশ আশ্রম ও স্থানীয় মসজিদে বৃক্ষরোপণ করা হয়।