ঝাড়গ্রামে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মাওবাদী পোস্টার, গ্রেফতার ২

দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: এবার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার উদ্ধার হল ঝারগ্রাম এর বিনপুর থানা এলাকার নারায়ণপুরে। একটি পোস্টারে লাল কালিতে হুমকি বার্তা লেখা “জুতোর মালা পরানো হবে”।

    ঘটনার তদন্তে নেমে রাজু সিং ও পূজা সিং নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে কাঁকো এলাকা থেকে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মাওবাদী পোস্টার। হাতের লেখার সঙ্গে সিং দম্পতির বাড়ি থেকে উদ্ধার পোস্টারের হাতের লেখার মিল পেয়েছে পুলিশ। ফাঁস হয়েছে তাদের পরকীয়া সম্পর্কের বিষয়টি।

    রাজু সিংকে জেরা করে পুলিশ জানতে পারে, পাঁচ-ছ মাস আগে মেদিনীপুরের সাঁকরাইলের বাসিন্দা প্রথম স্ত্রীর সঙ্গ ছেড়ে বিনপুরের কাঁকোয় এসে থাকতে শুরু করেন। এরাই পোস্টার লিখে দিকে দিকে সাঁটিয়ে দিত। জানা গিয়েছে, ফোনে কেউ তাঁদের নির্দেশ দিত পোস্টার লেখার জন্য। কী বয়ান হবে, কোথায় পোস্টার সাঁটানো হবে, তা নিয়ে নির্দেশ দেওয়া হল। টাকার বিনিময়ে তাঁরা এই কাজ করতেন। তবে এই বয়ানের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।