বিজেপি ক্ষমতায় এলে এক মাসের মধ্যে মতুয়াদের নাগরিকত্ব কার্ড : রাহুল সিনহা

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভোট বড় বালাই ! মতুয়া সম্প্রদায়ের ভোটকে পকেটস্থ করতে ভোটের মাঝে আবারও মতুয়া সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা গেরুয়া শিবিরের । ইস্যু সেই একই । মতুয়াদের নাগরিকত্ব। শুক্রবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে আসেন বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য তথা হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । বৈঠক করেন বনগাঁর বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের সাথে । সঙ্গে ছিলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিপ্লব হালদার । সাংসদ শান্তনু ঠাকুরের সাথে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা ‌।

    সাংবাদিক বৈঠকে রাহুল বাবু দাবি করেন, ‘ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এক মাসের মধ্যে মতুয়াদের নাগরিকত্ব কার্ড হয়ে যাবে ।’ তাঁর আরও দাবি, ‘ উদ্বাস্তুরা নাগরিকত্ব পেয়েই গিয়েছেন । শুধু নাগরিকত্ব কার্ডটুকুই হাতে পাওয়া বাকি ।’ রাহুল সিনহার অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগড়া না দিলে এতদিনে এ রাজ্যে নাগরিকত্ব আইন প্রয়োগ হয়েই যেত ।’