|
---|
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:গোটা রাজ্যের সাথে সাজুজ্য রেখে শুক্রবার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মেদিনীপুর আঞ্চলিক অফিস থেকে। এদিন মুখে মাস্ক পরে এবং যতটা সম্ভব দূরত্ব বিধি মেনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও মনোনীত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা নিজের নিজের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করেন। অনেক বিদ্যালয়ে শুক্রবারই মার্কশিট ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। বাকি বিদ্যালয় গুলোতে সোমবার তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এবার করোনা পরিস্থিতির কারণে কয়েকদিন আগে রেজাল্ট বের হলেও, সেদিন মার্কশিট বা সার্টিফিকেট বিতরণ করা হয় নি অন্যান্য বারের মতো।