রাজনৈতিক তর্জার মধ্যে কাটোয়া পৌরসভায় শুভেন্দু অধিকারী অনুগামীদের পক্ষ থেকে মাক্স বিতরণ কর্মসূচি

নতুন গতি ওয়েব ডেস্ক : রাজ‍্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূলের অন‍্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনার অন্ত নেই। একুশের বিধানসভা নির্বাচনের আগে কি শুভেন্দু ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নেবেন? নাকি নিজস্ব কোন প্রতীক চিহ্ন নিয়ে দল তৈরি করবেন? বঙ্গ রাজনীতির অলিন্দে এ নিয়ে চর্চা তুঙ্গে। এরইমধ্যে এদিন জল্পনার রসদ যোগালো পূর্ব বর্ধমান জেলার শুভেন্দু অধিকারীর অনুগামীরা। এদিন পূর্ব বর্ধমান জেলা কাটোয়া বিধানসভায় কোন দলীয় পতাকা ছাড়া পূর্ব বর্ধমান শুভেন্দু অধিকারী অনুগামী পরিবারের পক্ষ থেকে করণা সচেতনতায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মাক্স বিতরণ করা হল।

    কিছুদিন আগেই কাটোয়া ১ নম্বর ব্লকের শুভেন্দু অধিকারীর অনুগামীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার সৃষ্টি হয়েছিল, এমনকি কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা সৃষ্টিও হয়েছিল।

    এদিন ফের কাটোয়া পৌরসভার সামনে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হলো। আজকের কর্মসূচি ঘিরে কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও দাদার অনুগামীদের পক্ষ থেকে কি বলা হল শুনেনিই।

    আজকেরএই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়লো বলে মনে করছেন রাজনৈতিক মহল।এদিকে দাদার অনুগামীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পথচলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীগন।কাটোয়া থেকে অতনু ঘোষ এর রিপোর্ট,পূর্ব বর্ধমান।