|
---|
নিজস্ব সংবাদদাতা: বিশিষ্ট লেখিকা প্রজ্ঞা চ্যাটার্জির লেখা ‘সৌন্দর্য ও অন্তরের পুষ্টি’ বইটির শুভ আবরণ উন্মোচন করলেন মেয়র শ্রী গৌতম দেব। আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ বইমেলা মঞ্চে মেয়র উদ্বোধন করেন এই বিশিষ্ট লেখিকার বই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক বৃন্দ। এদিন মেয়র জানান উত্তরবঙ্গ বইমেলা উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মেলা।এখানে বইপিপাসুরা আসেন শিলিগুড়ির বাইরে থেকেও। তাই এখানে কারো প্রতিভার উন্মোচন হওয়া অন্যতম আনন্দের বিষয়। আমাদের বইপ্রেমীদের কাছে আবেদন আপনারা আসুন এবং বই কিনুন এবং বই পড়ুন। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডের এম এম আই সি এবং কাউন্সিলারেরা।