ভারতীয় অর্থনীতিকে মজবুত করতে ব্যবস্থা নিক কেন্দ্র সরকার : আইএমএফ

নতুন গতি ওয়েব ডেস্ক :তৎক্ষণাৎ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নিক ভারত সরকার।এমনই সতর্কবাণী কথা জানাল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। আইএমএফ-এর বক্তব্য, সারা বিশ্বের অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রেই ভারত এক বড় শক্তি। ভারত নিজেদের অর্থনীতিকে সঠিক পথে ফেরত না আনতে পারলে তা সারা বিশ্বের জন্য খুব গভীর সমস্যা হয়ে দাঁড়াবে বলে মত প্রকাশ করে আইএমএফ।

    গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন আইএমএফের উপদেষ্টা গীতা গোপীনাথ। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয় অর্থনীতির উপর নিয়ন্ত্রণের অনিশ্চয়তার থেকেই এই পরিস্থিতি হয়েছে। ভারতের জন্য এখন খুব দরকার যে তারা অবিলম্বে এই পরিস্থিতি থেকে নিজেদের অর্থনীতিকে বের করে আনতে পদক্ষেপ নিক।’

    একদিকে কমেছে ক্রয় ক্ষমতা এবং বিনিয়োগ, তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে কর সংগ্রহ। দুয়ের জেরে বিশ্বের সবচেয়ে দ্র‌ুত বাড়তে থাকা অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়েছে। নিজেদের বার্ষিক রিভিউতে এমনই জানিয়েছে আইএমএফ। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড-এর বার্ষিক রিভিউ-তে আরও বলা হয়েছে, ‘বহু লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে ভারত এখন উদ্বেগজনক আর্থিক মন্দার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে এখনই ব্যবস্থা নিতেই হবে।’
    তবে বর্তমান পরিস্থিতিতে ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য খুব একটা বেশি কিছু যে করা সম্ভব নয়, সে বিষয়েও সতর্ক করেছে আইএমএফ। গত ছয় বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ভারতীয় অর্থনীতি। এক বছর আগেও যেখানে উন্নয়ন ৭.০% ছিল, সেখানে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৪.৫%-এ।