|
---|
পূর্ব মেদিনীপুর: “থালাসেমিয়া” একটি ভয়ানক রোগ। এর থেকে মুক্তির পথ বিয়ের আগে থালাসেমিয়া পরীক্ষা করা। বিয়ের আগে কুষ্টি বিচার না করে, থালাসেমিয়া পরীক্ষা করুন, আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক দেখতে। আজ পূর্ব মেদিনীপুর মেসেঞ্জার ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ন বিনামূল্যে থালাসেমিয়া পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে 50 জন মহিলা ও পুরুষের থালাসেমিয়া পরীক্ষা করা হয়। এর মধ্যে 40 জন মহিলা। এর পাশাপাশি 70 জন মহিলা ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয়,সুগার পরীক্ষা ও হেলথ চেক আপ করা হয়।
এই মহতি শিবিরে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মৌসম মজুমদার ,, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ চক্রবর্তী,, কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা স্যার ,, উলবেড়িয়া মেডিকেল কলেজ প্রধান নার্স মানসী দাস বক্সী এবং MESSENGER FOUNDATION সংস্থার সভাপতি সেলিম খাঁন ও সদস্যবৃন্দ। এছাড়া মেদিনীপুর টিম রক্ত যোদ্ধা থেকে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, সুরজিৎ সাও। মেসেঞ্জার ফাউন্ডেশনের সভাপতি সেলিম খাঁন ও সদস্য অক্তাব হোসেন খাঁন জানান এমন সামাজিক মূলক কাজ প্রায়ই করে থাকে। তবে ভয়ানক থালাসেমিয়া পরীক্ষা শিবির এই প্রথম করেন।ভবিষ্যতে প্রতি গ্রামে এমন থালাসেমিয়া পরীক্ষা শিবির করবে বলে জানিয়েছেন। এমন সুন্দর প্রোগ্রাম গ্রামে আলোড়ন সৃষ্টি করেছে।