ত্রাণ নিয়ে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র , রোপণ করা হলো ম্যানগ্রোভ চারা*

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা : ভয়াল সামুদ্রিক ঝড় ইয়াস ইয়াস কবলিত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোভিড, ইয়াস ও জলোচ্ছ্বাস কবলিত বিভিন্ন এলাকায় কখনো এককভাবে কখনো যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সব ব্লকে কয়েক হাজার মানুষের পাশে দাঁড়ানোর পর শুক্রবার পাঁশকুড়া বনমালী কলেজের টিচার্স কাউন্সিলের সহযোগিতায় ইয়াস কবলিত সুন্দরবনের বেশ কয়েকটি অঞ্চলে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।


    শুক্রবার সুন্দরবনের গোবর্ধনপুর জি প্লটে ৫১টি পরিবার, ওখান থেকে ১৯কিমি দূরে দাসপুর গ্রামের ৪১টি আদিবাসী পরিবার ও বরদাপুর গ্রামের ৫০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে। এরপর ভগবৎপুর কুমির প্রকল্প সংলগ্ন অঞ্চলে দুটি দলে ভাগ হয়ে সপ্তমুখী নদীর পাড়ে ১০০ টি ম্যানগ্রোভ চারা লাগান সংস্থার সদস্যরা। সুন্দরবনের ত্রাণ বিতরণের কর্মসূচিতে সহযোগিতা করেন পাঁশকুড়া বনমালী কলেজ টিচার্স কাউন্সিলের অধ্যাপক-অধ্যাপিকগণ।পাশাপাশি বিশেষভাবে সহযোগিতা করেন উজ্জ্বল সরদার ও অপূর্ব গুড়িয়া। কুইজ সংস্থাটির এবারের কর্মকান্ডের অন্যতম লক্ষ্য ছিলো ট্রান্সপোর্ট খরচ যতটা সম্ভব কমিয়ে যত বেশি সম্ভব মানুষের সহায়তা করা।তাই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মালপত্র কিনে ওই এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের ২৫ সদস্যের দলে নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. মৌসম মজুমদার।