|
---|
আজিম শেখ ,নতুন গতি, রামপুরহাট: আজ ২০ শে আগস্ট।। বিধায়ক উন্নয়ন তহবিল ও রাজ্যসভার সাংসদের এলাকা উন্নয়নের তহবিলের টাকায় মাড়্গ্রামের মাদারতলা ঘাট থেকে তারাপীঠ সে তুর সাংশন লেটার এসেছে জেলা প্রশাসনের কাছে। আর তার ফলেই মাড়গ্রাম বাসীর দীর্ঘদিনের আন্দোলন সফল হল বলে মনে করছেন মাড়গ্রামবাসী। এই সেতু হলে যেমন তারাপীঠের সাথে যোগাযোগ ভালো হবে। তাছাড়াও রামপুরহাটের -২ ব্লকের সমস্ত সরকারি অফিস এই মাড়্গ্রামে। এর ফলে এতদিন এলাকাবাসীরা দূর্ভোগের মুখে পড়ত। বিশেষ করে বর্ষাকালে। এই সেতু হলে আশেপাশের ২০টি গ্রামের লোকেরা সুবিধা পাবে।
এই সেতু এলাকার বিধায়ক মিল্টন রসিদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। বিধানসভায় এই সেতু নিয়ে বার বার আওয়াজ তোলেন তিনি। জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, এই সেতুর ব্যাপারে একটা চিঠি এসেছে। রাজ্য সভার এমপি তহবিল থেকে ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ হবে। কাজ শীঘ্র শুরু হবে। মিল্টন রসিদ বলেন, এতদিনে মাড়্গ্রাম বাসীর দাবি পূরণ হওয়ায় আমার খুব আনন্দ হচ্ছে। এই জয় মাড়্গ্রামবাসীর জয়।