|
---|
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির সভায় সুর সপ্তমে তোলেন মমতা। বলেন, ”এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেবে! গায়ে হাত দিয়ে দেখ, বাংলার মাটিকে ছুঁয়ে দেখ; ঢুকিয়ে দেব, যেখানে হ্যাঙারে তলায় মিটিং করেছো”। বলে রাখি, ব্রিগেডে আচ্ছাদনের জন্য জার্মান হ্যাঙার ব্যবহার করেছিল বিজেপি।
মমতার ঘোষণা, ”এবারের দিল্লির নির্বাচনে বিজেপিকে পাল্টে দেওয়া হবে। বাংলাই দিল্লির সরকার গড়বে। ৪২-এ ৪২টাই চাই। মোদী হঠিয়ে দেশ বাঁচাতে হবে। বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। বেনারসেও জিতবে না। আগে দিল্লি সামলা তারপর দেখিস বাংলা”।