|
---|
মহঃ সফিউল আলম , নতুনগতি , বীরভূম : প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ উল ফিতর তথা ঈদের প্রাক্কালে আজ শনিবার সকালে রাজনগর থানায় এক বিশেষ সভার আয়োজন করা হয়৷ রাজনগর থানা শান্তি কমিটির পক্ষ থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুশির ঈদ যাতে এবারও যথাযথ ভাবে উদযাপন করা যায় তার জন্য এই সভার আয়োজন বলে জানান আয়োজকরা৷
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি তথা পদাধিকার বলে শান্তি কমিটির আহ্বায়ক সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, শান্তি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ দে, মাধব দত্ত, প্রাণতোষ ওঝা, আবুল ফজল খান, সেখ মন্টু, আদিত্য সাহা, সজল গরাঁই, সংশ্লিষ্ট থানার অন্যান্য আধিকারিক বৃন্দ প্রমুখ৷ শান্তি কমিটির পক্ষে প্রদীপ বাবু বলেন, আমরা আশা করছি এবারও এলাকায় সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে ঈদ পর্ব উদযাপিত হবে৷ দুর্গা পূজা, কালী পূজা, মহরমের মতো এই পরবেও সম্প্রীতির ছবি দেখা যাবে সর্বত্র৷ শান্তি কমিটি ও থানার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানানো হয় এদিন সকলকে৷