মেঘালয়ে সর্বভারতীয় মহিলা কবি সম্মেলনে সম্মানিত হলেন দমদমের মিলি দাস

লুতু ব আলি : মেঘালয়ে সর্বভারতীয় মহিলা কবি সম্মেলনে সম্মানিত হলেন দমদমের মিলি দাস। সমাজের উত্তরণ ঘটাতে মহিলাদের অবদান অনস্বীকার্য তাকে মান্যতা দিয়েছে অল ইন্ডিয়া পোয়েটস কনফারেন্স। মেঘালয়ের তুরার পেস্তরাল সেন্টারে মেগা কনভেনশনটি অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন মেঘালয়ের বিধায়ক এ. সাংমা। স্বাগত ভাষণ দেন সংগঠনের প্রাণপুরুষ লারি আজাদ। এই কনভেনশনটির উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া পোয়েটস কনফারেন্স। সহযোগিতায় ছিল দিল্লি সাহিত্য আকাদেমি, মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন হিল ইনভারসিটি। এই সর্বভারতীয় মহিলা কবি সম্মেলনে দমদমের ভূমি কন্যা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলি দাস কে ২০২২ এর সুলভ সাহিত্য আকাদেমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। উল্লেখ্য, মাস কয়েক আগে দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু মিলি দাস কে সম্মানিত করেন। এছাড়াও আমেরিকার প্রিকস্টন চার্চ এন্ড ইউনিভার্সিটি থেকে পেয়েছেন ডক্টর অফ হিউম্যানিটি সম্মান। তুরার মেগা কনভেনশনে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মিলি দাস প্রতিনিধিত্ব করেন।মালটিলিঙ্গুয়াল সেরিমনি তে দুদিন সন্ধ্যায় তাঁকে চেয়ারপারসন করা হয়। কনভেনশনে দেশের বিভিন্ন রাজ্যগুলি ছাড়াও আমেরিকা,অস্ট্রেলিয়া, কানাডা, টার্কি, ফিলিপিন্সের মহিলা কবিরা অংশগ্রহণ করেন। কার্যত মিলি দাস একজন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও প্রকৃত মা ও আদর্শ বৌমা হিসাবে প্রতিষ্টিত হওয়ায় অল ইন্ডিয়া পয়েটেস কনফারেন্স তাঁকে এই স্বীকৃতি প্রদান করে। কলকাতার প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে মিলি দাস রান্নার অনুষ্ঠানে যোগদান করে সমাদৃত হয়েছেন। মিলি দাশের প্রথম বাংলা কবিতার বই অপেক্ষা করছি বন্দি কফিনে, দ্বিতীয় বই রাজ ভবনের সামনে, তৃতীয় বই এশিয়া মহাদেশের বুকে। রাজ ভবনের সামনে কবিতার বই মিলি দাস তাঁর শাশুড়ি মা কে উৎসর্গ করেছেন। ইংরেজি কবিতার বই লিখে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন তিনি। আমেরিকার ফ্লোরিডা থেকে ইউ আর স্টিল দেয়ার ও নেভার ব্রোকেন তৃতীয় ইংরেজি বই লাভ বাইন্ডস দা ওয়ার্ল্ড দিল্লির ব্লু রোজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এক সাক্ষাৎকারে মিলি দাস জানান, ৩০টি দেশে তাঁর ইংরেজি কবিতার বই গুলি সমাদৃত হয়েছে।