|
---|
আসমা খাতুন ,খণ্ডঘোষ : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েত বায়ু থেকে টারবাইন এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে পঞ্চায়েতের কাজ কর্ম চালানোর ক্ষেত্রে রাজ্যে নজির সৃষ্টি করল । ব্লকের বিডিও সত্যজিৎ কুমার বলেন জেলা তো বটেই রাজ্যে প্রথম এই প্রকল্প স্থাপন করেছে একমাত্র কৈয়ড় গ্রাম পঞ্চায়েত।
উইন্ড টারবাইন এর পাশাপাশি সৌর শক্তিকে কাজে লাগিয়ে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৭ লক্ষ ৭৩ হাজার টাকা।
এই প্রকল্প রাজ্যে প্রথম স্থাপন করেছে খন্ডঘোষ ব্লকের কৈয়ড় পঞ্চায়েত এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের আই এস জি পি সেলের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম।
এই প্রকল্প স্থাপন করে বিদ্যুৎ খরচ একেবারে কমে গেছে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান আগমনী চক্রবর্তী দলুই ও উপপ্রধান শাজাহান মন্ডল। এর ফলে পঞ্চায়েত এলাকায় দূষণ কমানো গেছে বলে জানিয়েছেন প্রধান ও উপপ্রধান। এই রকম দৃষ্টান্ত দেখে ছোট ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ইলেকট্রিক শাশ্রয়ে খুবই উৎসুক বলে জানা গেছে ।