|
---|
সেখ সামসুদ্দি : লকডাউন পরিস্থিতিতে প্রচন্ড গরমের মধ্যে হাসপাতালে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাগিলা লাইব্রেরী সংলগ্ন দুর্গামন্দির চত্বরে রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। শিবিরে রক্ত দিয়ে সূচনা করেন ব্লক যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী ও জেলা যুব নেতা আশিষ ঘোষ দস্তিদার। এখানে এক মহিলা সহ ত্রিশ জন রক্ত দেন।বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য তথা ব্লক যুব সম্পাদক প্রলয় পাল আক্ষেপের সঙ্গে জানান ব্লাড ব্যাঙ্ক মাত্র ত্রিশটি ব্লাড কালেকশন পাউচ আনায় অঞ্চলের যুব সদস্যরায় প্রথমে নাম নথিভুক্ত করে ফেলায় তিনি নিজেই রক্ত দেওয়ার সুযোগ পেলেন না।