মেমারিতে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন দরদিয়া’র উদ‍্যোগে স্বাস্থ‍্য পরীক্ষা শিবির

সেখ শামসুদ্দিন : ২৫ জুলাই মেমারিতে নতুন এক স্বেচ্ছাসেবী সংগঠন দরদিয়া’র উদ‍্যোগে স্বাস্থ‍্য পরীক্ষা শিবির করা হয়। গন্তার বি এম উচ্চ বিদ‍্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ইসিজি, ব্লাড সুগার, প্রেসার, চক্ষু ও দন্ত পরীক্ষা করা হয়। একই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসক প্রদীপ ঘোষ শিবিরে পরিষেবা দেন। চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শুভম ভট্টাচার্য্য, দন্ত বিশেষজ্ঞ ডাঃ তমাল কুমার গোস্বামী শিবিরে পরিষেবা দেন। এই মহতি কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিদ‍্যালয় পরিচালন সভাপতি তথা জেলা যুব সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী, সংখ্যা লঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি তথা বাগিলা পঞ্চায়েত সদস‍্য প্রলয় কুমার পাল, শিক্ষক মৃন্ময় ঘোষ, শিক্ষক সৌমিত্র চ‍্যাটার্জী, সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ, সংস্থার সভাপতি সৌমেন কোঁরা, সম্পাদক চন্দ্রাণী ভট্টাচার্য্য, কোষাধ‍্যক্ষ সায়নী মাজি সহ সদস‍্যব‍ৃন্দ। এদিন অতিথিদের হাতে একটি করে চারা গাছ দেওয়া হয়, যা প্রদান করে আঁচল, দধিচী, প্রয়াস, পরশপাথর সহ স্বেচ্ছাসেবী সংগঠন। সৌমেন কোঁড়া জানান তারা পথ চলার শুরুতেই ফ্রি স্বাস্থ‍্য পরীক্ষা শিবির চালু করেছেন। ইতিমধ্যে কোভিড রোগীদের ফ্রিতে অক্সিজেন বাড়িতে পৌঁছেছেন এবং সম্পূর্ণ ফ্রিতে স‍্যানিটাইজ করে চলেছেন। ইচ্ছা আছে প্রতি মাসে একটি করে বড় স্বাস্থ‍্য পরীক্ষা শিবির করা এবং মাসের মধ‍্যে একটি করে প্রত‍্যন্ত গ্রামে শিবির করা। এরই মধ্যে মেমারি ছাড়াও গন্তার, বোহার-বুলবুলিতলা, আমাদপুর, ভাতার, নুদীপুরে শাখা চালু করা হয়েছে। এদিন স্বাস্থ‍্য পরীক্ষার জন্য সকালের শুরুতেই দুই শতাধিক টোকেন সংগ্রহ করেছে বলে জানা যায়।