|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এআইএমআইএম সভাপতি তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দলকে বহুবার বহুভাবে বিজেপির ‘বি-টিম’ বলে অভিযুক্ত করা হয়েছেন। অভিযুক্তদের এই দাবির উত্তর দিতে গিয়ে ওয়েইসি বলেন,আমার অবস্থা এমন যেন ‘আমিই শুধু লায়লা, যার হাজারও মজনু।’ ওয়েইসির বক্তব্য, সকলেই আমাকে ইস্যু করে ফায়দা তুলতে চাইছে। উনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এই দল হায়দ্রাবাদে বন্যার সময় এই রাজ্যের মানুষকে সম্পূর্ণ অবহেলা করেছে। ‘বিহারে কংগ্রেস বলছে, আমি বিজেপির ‘বি-টিম’ হয়ে তাদের ভোট ভাগ করেছি। আবার বিজেপির অভিযোগ ভিন্ন। অবশ্য এসব নিয়ে আমি চিন্তিত নই।’ তিনি বলেন, হায়দ্রাবাদের মানুষ দেূেছেন প্রতিক্ষেত্রে আমি কীভাবে রাজ্যের কল্যাণে ব্রতী রয়েছি।