মেমারি শহরে তৃণমূল কংগ্রেস পেট্রোপণ‍্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিনে

সেখ সামসুদ্দিন : আজ পেট্রোপণ‍্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিনে মেমারি শহর তৃণমূল কংগ্রেস বামুনপাড়া মোড়ে মেমারির অ‍্যাম্বুলেন্স সহ চালকদের প্রতিবাদে সামিল হতে দেখা গেল। অ‍্যাম্বুলেন্স চালকদের মধ‍্যে স্নেহাশিষ ঘোষদস্তিদার জানান পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে অ‍্যাম্বুলেন্স চালক থেকে রোগি সকলেই সমস‍্যায় পড়েছে। তেলের মূল্য বৃদ্ধিতে অ‍্যাম্বুলেন্সের ভাড়া বাড়াতে বাধ‍্য হচ্ছি। তাতে রোগীর পরিবারের কাতর আবেদন তাদের স্পর্শ করলেও বাধ‍্য হচ্ছেন বেশি ভাড়া চাইতে। যুব তৃণমূলের পক্ষ থেকেও পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করে নবান্নে পাঠাচ্ছে। এদিন মঞ্চ উপস্থিত ছিলেন জেলা ও শহরের সকল নেতৃত্ব। শহর সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদারকে রাজনৈতিক প্রোগ্রামে অ‍্যম্বুলেন্স অংশ নেওয়া এবং রোগী পরিষেবা ব‍্যাহত হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গ্রামীণ হাসপাতালে দুটি অ‍্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা আছে। আর এখানে স্বল্প সময়ের জন‍্য প্রতীকী অংশ নিয়েছে। এদিনে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে দেবীপুর বাজারে ও শঙ্করপুর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক, জেলা ও ব্লক জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব, ব্লক সহ সভাপতিগণ, জেলা ছাত্র সহ সভাপতি, ব্লক এসটি সেলের সভাপতি, যুব নেতৃত্ব সহ সর্বস্তরের নেতৃত্ব। আজকের বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক তথা ব্লক সভাপতি অনুপস্থিত থাকলেও ব্লকের প্রতিনিধিত্ব করেন সহ সভাপতি সন্দীপ পরামানিক ও মহ সাজাহান।