|
---|
সংবাদদাতা : আজ 25শে ডিসেম্বর, বড়দিন ।যীশুখিষ্টের পবিত্র জন্মদিন। এই উপলক্ষে সকলকে বিশেষ করে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।তিনি বলেন, পৃথিবীর খ্রিস্টান ধর্মের মানুষেরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন।এই উপলক্ষে আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাজারপাড়াতে উলুবেড়িয়া মিশন গির্জায় যান বিধায়ক ইদ্রিশ আলি। গিজা’র অনুষ্টানে তিনি বক্তব্যও রাখেন ।আমাদের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন গির্জাতে যান।তাঁর আদর্শ অনুসরন করে আমিও, প্রায় তিরিশ বছর বিভিন্ন গির্জাতে যায় ।
বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন পশ্চিমবঙ্গে কোন ধমে”র উৎসব একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না ।বিশেষ করে বড়দিনের উৎসব বা কেক খাওয়ার রীতি সব ধমে’র মানুষরাই বজায় রাখে ।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, করোনা জন্য এবার কেকের বাজার মন্দা,তবে আমরা পশ্চিমবঙ্গের বেকারী মালিকদের সংগঠন, জয়েন্ট ত্র্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকাস’ ত্র্যাসোসিয়েশনস কমিটির তরফ থেকে যতখানি সম্ভব কেকের উৎপাদনকে সচল রাখার চেষ্টা করেছি, এবং কেকের দামও অনেকটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে ।বিধায়ক তথা উক্ত বেকারী মালিকদের সংগঠনের সম্পাদক ইদ্রিশ আলি, কেক বিক্রিতাদের কাছে আবেদন জানিয়েছেন, আপনারা সঠিক মূল্যে কেক বিক্রি করুন ।
মফিজুল হক
প্রচার সচিব