শিলিগুড়িতে করোনার চতুর্থ ঢেউ এর ভ্রুকুটি, সিকিমে ও বাড়ছে সংক্রমণ

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে করোনার চতুর্থ ঢেউ ভ্রুকুটি দিচ্ছে, ঘুরছে প্রশ্ন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ইতিমধ্যেই 20 জন আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। উদ্বেগ বাড়ছে শিলিগুড়িতে, গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে করো না আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী। মেডিকেল কলেজের এক ছাত্রের দেহে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। তার যারা সংস্পর্শে এসেছিল তাদেরও সোয়াব টেস্ট করা হয়েছে।

    উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সন্দীপ সেনগুপ্ত বলেছেন করোনা বিধি মানা মানুষ ভুলে গেছে। সে কারণে কিছুটা হলেও সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যাবহার অভ্যাসে পরিণত করতে হবে। জনসমাগম এড়িয়ে চলাই ভালো ।

    অপরদিকে প্রতিবেশি রাজ্য সিকিমে করোনা সংক্রমন বাড়ছে। মোট 101 জন করোনা আক্রান্ত হয়েছেন সিকিমে জানা গিয়েছে। গত 24 ঘন্টায় সংক্রমণের হার ক্রমশ ঊর্ধ্বমুখী সিকিমে।প্রশাসন থেকে নির্দিষ্ট করোনা বিধি মেনে চলার কথা বলা হয়েছে।মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যাবহার অতি আবশ্যক সিকিমে ,এই নিয়ম জারি করা হয়েছে। গাড়ি উঠলেও মাস্ক পড়া বাধ্যতামূলক ,মানতে হবে নির্দিষ্ট সামাজিক দুরত্ব।